বগুড়ায় মহাস্থানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৯ জুন শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা ও বাসের ১৫ জন যাত্রী।
নিহতরা হলেন- বগুড়া সদরের বারপুর এলাকার আশরাফ আলী(৫০) তার স্ত্রী পারুল বেগম এবং তাদের ২ মাস বয়সী নাতী রেজোয়ান ইসলাম।
জানা যায়, শনিবার সকালে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রী বাহী একটি সিএনজি ( বগুড়া- থ- ১১- ১৭৪১) বগুড়া আসার পথে রংপুর গামী আহসান এন্টার প্রাইজ,(ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) কোচটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা আশরাফ আলী ও তার স্ত্রী পারুল বেগম মারা যান। পরে বগুড়া নেওয়ার পথে সিএনজিতে থাকা তাদের ছেলের পক্ষের ২ মাস বয়সী নাতী রেজয়ানও মারা যায়।
স্থানীয়রা জানান, একজন সিজারিয়ান মা তার সদ্য প্রসূত শিশু সন্তান নিয়ে অটোরিকশা যোগে বগুড়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সাথে ছিলেন নিহত ওই শিশুটির নানী। তিনিও মারা গেছেন। দুর্ঘটনার পর খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে ও শিবগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে সহযোগীতা করেন।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত ১০জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন জানান, নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।