করোনা আপডেটবগুড়া জেলা

করোনাভাইরাস: বগুড়ায় একদিনে ৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে মরণঘাতী এই ভাইরাসে । তারা হলেন জয়পুরহাট জেলার আব্দুল ওয়াদুদ(৬৭), বগুড়া সদর উপজেলার মনছের আলী(৫৫) এবং জয়পুরহাট জেলার মোঃ ওয়াদুদ(৫৫)। এদের মধ্যে আব্দুল ওয়াদুদ টিএমএসএস হাসপাতালে, মনছের আলী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং মোঃ ওয়াদুদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন জেলায় করোনায় আরও ২জন ব্যক্তি করোনায় প্রাণ হারান। এই নিয়ে জেলা গত ৫দিনে মৃত্যু হলো ১৬জনের।

এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩৪৬নমুনার ফলাফলে নতুন করে ৭৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭জন। নতুন আক্রান্ত ৭৪জনের মধ্যে সদরের ৫১জন, সোনাতলায় ৭জন, শেরপুরে ৫জন, শাজাহানপুরে ৪জন, আদমদীঘিতে ৩জন, গাবতলীতে ২জন, শিবগঞ্জ ও সারিয়াকান্দিতে একজন করে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১৯জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩৮টি নমুনায় ৭১জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮নমুনায় ৩জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৮৭২জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ১৭৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৪৫জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৫১জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button