বগুড়া সদর উপজেলা

বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় ৭দিনের সর্বাত্বক কঠোর বিধিনিষেধ

করোনাভাইরসের বিস্তার রোধে বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় ৭দিনের সর্বাত্বক কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে। শনিবার মধ্যরাত ১২টা থেকে বগুড়া পৌরসভা এলাকায় ২৬ জুন পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

সর্বাত্বক কঠোর বিধি নিষেধ আরোপের প্রথম দিনে বগুড়ায় সকল মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ রয়েছে। ওষুধ, কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় দ্রবাদি, চিকিৎসা সেবা চালু রয়েছে।শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সদস্যরা কঠোর বিধি নিষেধ কার্যকর করতে মাঠে রয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ জন, ৩৪৬ নমুনার ফলাফলে নতুন করে ৭৪ জন করোনায় শনাক্ত হয়েছেন, সনাক্তের হার ২১.৩৮। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৮৭২ জন ।

বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৫১জন। এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button