কাহালু উপজেলা
কাহালুতে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার কাহালুতে গাজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।
গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার একটি ফোর্স মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম দণিপাড়ার দেলোয়ার হোসেনের ডিপ মেশিন ঘরের ভেতর থেকে ৮’শ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দেওগ্রাম দণিপাড়ার মৃত তরব উল্লাহ সাকিদারের পুত্র মাহাবুর রহমান সাকিদার (৪৫) ও দেওগ্রাম নওদাপাড়ার গোলাম মোস্তফার পুত্র আরফান প্রামানিক (৩৮)।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে প্রতিনিয়ত পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।