বগুড়া সদর উপজেলা

মুজিববর্ষে বগুড়া সদর উপজেলায় জমিসহ গৃহ পেলেন ২২৩ পরিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে বগুড়া সদর উপজেলায় জমিসহ গৃহ পেল ২২৩ টি পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ভূমি ও গৃহহীনরা এসব বাড়ি পেয়েছেন। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৫৩ হাজার ৩৪০টি গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরই বগুড়া সদর উপজেলার ভুমিহীনদের জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে গৃহ হস্তান্তরকালে জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, ডালিয়া নাসরিন রিক্তা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, আলিমুদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল হান্নান রিপু, আলী রেজা তোতন, বদরুল আলম, খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক উপকারভোগীর জমিসহ গৃহ, জমির দলিল ও প্রধানমন্ত্রীর উপহারের সনদ হস্তান্তর করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button