সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে এসব জেলাসমূহে জনসাধারণ চলাচলসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মঙ্গলবার (২২ জুন) থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এ রুটে সচল থাকবে ফেরি চালাচল। ফলে লঞ্চে পারাপার হওয়া যাত্রীরা ফেরিতে পারাপার হবেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ শেখ জানান, এখন পর্যন্ত লকডাউনে ফেরি চলাচল বন্ধের কোনো নির্দেশনা পাইনি। ফলে স্বাভাবিক থাকছে ফেরি চলাচল।

এই বিভাগের অন্য খবর

Back to top button