আইন ও অপরাধ

বগুড়ায় ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে।

রবিবার দিবাগত রাত ১২ টার পরে শিবগঞ্জ উপজেলার পিরব বাজার এলাকার শংকুর রোডের পাশে একটি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সেলিম প্রামানিক (৪০), আব্দুর রশীদ (৩৮),ফরিদ মিয়া (২৮), জাহেদ সরদার (৪৮),মাহফুজার রহমান (৩৮)। প্রত্যেকে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পিরব বাজার এলাকায় অভিযান চালানো হয়৷ ওই সময় গ্রেফতার হওয়া ডাকাতদের কাছ থেকে ১ টি ধারালো চাপাতি ও ২ টি বার্মিজ চাকু সহ ডাকাতির কাছে ব্যবহারের সরাঞ্জাম উদ্ধার করা হয়।

জেলা গোয়ান্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত সকলে পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে প্র‍চলিত আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button