সারাদেশ
দেশে প্রতিদিন প্রায় ৫০ জন শিশু পানিতে ডুবে মারা যায়

দেশে প্রতিদিন গড়ে প্রায় ৫০ জন শিশু পানিতে ডুবে মারা যায়, সেই হিসেবে বছরে মারা যায় ১৮ হাজার শিশু।
মঙ্গলবার (২২ জুন) সকালে সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ‘পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় (ওয়েবনিয়ারে) সভায় এ তথ্য উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, সভায় উঠে আসা তথ্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর রোধ করা সম্ভব বলেও মত দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রচেষ্টায় জাতিসংঘ সাধারণ পরিষদ পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রস্তাব গ্রহণ করেছে। গৃহীত প্রস্তাবে পানিতে ডুবে মৃত্যুকে একটি নিরব মহামারী হিসেব স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতি বছরের ২৫ জুলাই বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যুরোধ দিবস পালিত হবে। জাতিসংঘের এ প্রস্তাব পাসের পর এই শিশু মৃত্যু রোধে, বাংলাদেশের দায়িত্বও অনেক বেড়ে গেছে।