খেলাধুলা

মোহামেডান ক্লাবের ১৭ জন করোনায় আক্রান্ত

মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ফুটবলার এবং কোচসহ ১৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

সোমবার সংবাদ মাধ্যমকে মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন। 

আবু হাসান চৌধুরী জানান, ২৫ জুন লিগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। আজ রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং চারজন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।

২৫ জুন আবাহনীয়-মোহামেডানের ম্যাচ দিয়েই আবার শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। তার আগেই করোনার এই দুঃসংবাদ। 

তিনি আরো জানান, এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লিগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা মঙ্গলবার বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লিগের খেলাগুলো অন্তত ১৪দিন পিছিয়ে দেওয়ার আবেদন করব। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বয়লবয়দের কোয়ারেন্টাইনে রাখতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button