বাহাউদ্দীন নাছিমের আশুরোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
আজ বাদ যোহর বগুড়া স্থানীয় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখা আয়োজিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদশে আওয়ামী লীগ এর সম্পাদক শ্রদ্ধাভাজন জননেতা কৃষিবীদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম করোনায় আক্রান্ত হওয়ায় তার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, দেশ ও জাতির এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
উক্ত দোয়া মহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম আসাদুর রহমান দুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত, সিনিঃ সহ সভাপতি আবু জাফর সিদ্দীকা রিপন, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, শাহীন আলম, মোঃ মহিদুল ইসলাম, নুরনবী সরকার, মোঃ মশিউর রহমান মামুন, আব্দুল্লাহ আল নোমান, মোঃ সিরাজুল ইসলাম, সুলতান মাহমুদ প্রিন্স, রাকিবুল ইসলাম রাজু, হাজী আলাল, নাজমুল হাসান অরেঞ্জ, প্রভাষক রাজু, বিজয় শেখ মোঃ সোহানুল ইসলাম, মোঃ সজল শেখ সহ জেলা শাখার নেতৃবৃন্দ।