আদমদিঘী উপজেলা

বগুড়ায় আদমদিঘীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বগুড়ায় আদমদীঘি থানা পুলিশ উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা ম্যানকাপাড়া গ্রামের সিদ্দিক হাজীর আবাদী জমি থেকে শামীম ফকির (২৭) নামে আরও এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল নয়টায় লাশটি উদ্ধার করে। শামীম ফকির নওগাঁ জেলার রানীনগর উপজেলার সেকেন্দার ফকিরের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে আদমদীঘি থানার এস আই প্রদীপ কুমার জানান, বুধবার সন্ধ্যায় শামিম তার অটোরিকশা নিয়ে শ্বশুর বাড়ি আদমদিঘী উপজেলার কুসুমদি যাওয়ার জন্য বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি।
আমরা এখনও নিশ্চিত নয় ঠিক কি কারণে শামীমকে হত্যা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button