বগুড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
২৬ জুন শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাজাহানপুর উপজেলার দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করেন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সন্তোষ কুমার দেবনাথ, সহকারি শিক্ষক একেএম আবদুল বারী, আব্দুল কাদের, খাজাইমুল ইসলাম, বনি আমিন, আবু সুফিয়ান বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, বগুড়া জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক হোসেন রাজু হোসেন রাজ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আল-আমিন হোসেন সুমন, উপ- প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, বন ও পরিবেশ সম্পাদক মেহেদী হাসান কাজল, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, সাবেক সদস্য আবু মুসা রনি, নাঈম, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির, মাহমুদুল, আকাশ, সাকিব, উজ্জ্বল প্রমুখ।