সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের ও ৯ জনের উপসর্গ ছিল।

হাসপাতালটির তথ্য মতে, জেলায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক চার-নয় শতাংশ। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪, নওগাঁ ও নাটোরের ২ জন। 

সিভিল সার্জনের দেয়া তথ্য বলছে, জেলার ৯টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ১৭১ জনের। এমন পরিস্থিতিতে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সংক্রমণ ঠেকাতে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন।

গত ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এরপর গত ১৬ জুন সেটি আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়। বুধবার তা আরও এক দফা বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়। শুক্রবার থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button