বগুড়া জেলা

বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে জানা গেছে নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি পিকআপের চালক ছিলেন।

শনিবার সকাল আনুমানিক ১০ টায় সময় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরে স্থানীয়রা হুমায়নকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া সদর থানার এ এস আই মন্তাজ জানান, বগুড়ার দিকে আসা পিকআপ এর সাথে রংপুর দিকে যাওয়া একটি ট্রাকের বাঘোপাড়া মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক হুমায়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরদেহ বগুড়া মেডিকলে মর্গে রাখা হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে৷

এই বিভাগের অন্য খবর

Back to top button