সারাদেশ

মেজর সিনহা হত্যা মামলায় বিচার শুরু

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বিচার শুরু হলো। শুনানি শেষে আজ রোববার (২৭ জুন) অভিযোগ গঠনের আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

সাক্ষ্য নেয়ার তারিখ ঠিক করা হয়েছে, ২৬, ২৭ ও ২৮ জুলাই। এর আগে, সকালে বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে হাজির করা হয় আদালতে। 

এর আগে সাবেক ওসি প্রদীপ ও এসআই নন্দদুলালের জামিন চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ওই দিন আদালতে নথি উপস্থাপিত না হওয়ায় শুনানি হয়নি। ১৩ জুন এ নিয়ে পুনরায় আদালতে আবেদন করা হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য ২৭ জুন দিন ঠিক করেন।

গত বছরের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয়, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে। এ ঘটনায় ৫ আগস্ট মামলা করেন, তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। 

এই বিভাগের অন্য খবর

Back to top button