বগুড়া জেলা

করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ায় জেলা পুলিশের কঠোর অবস্থান

বগুড়া জেলায় আশংঙ্কাজনক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসাধারনকে সচেতন ও অকারণে বাসার বাহিরে যাওয়া রোধে কঠোর অবস্থান নিয়েছে বগুড়া জেলা পুলিশ।

২৭ জুন রবিবার সকাল ১১ টায় বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম করোনা প্রতিরোধে প্রায় ২ ঘন্টা অভিযান পরিচালনা করেন।

ওই সময় শহরে রিক্সা,মোটর সাইকেল ও গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। 

যেসব মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র  তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হয়েছে। 

পাশাপাশি অভিযানের আড়াই ঘন্টায় মটরযান আইনে বিভিন্ন যানবাহনে ৪২ টি মামলায় ১লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার বলেন, জেলায় করোনা আক্রান্ত রুগী বৃদ্ধি পাওয়ায় এবং জেলায় চলমান লকডাউন সফল করতে বগুড়া জেলা পুলিশ কঠোরভাবে সব জায়গায় কাজ করছে। অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ রাখতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া জেলা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।
এসময় মটরসাইকেল আরোহী ও প্রাইভেট কার সহ সকল ধরনের যানবাহন আটকিয়ে জিজ্ঞেসাবাদ করা হয় এবং যারা অপ্রয়োজনীয়ভাবে বের হয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হয় ও সচেতন করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button