করোনা: বগুড়ায় যুবকসহ আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭ জন
আক্রান্তের হার ২৫ দশমিক ১৯শতাংশ
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় এক যুবকসহ মোট ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার তালিকায় নতুন যুক্ত হওয়া ৪ জন হলেন- বগুড়ার সদরের জাকারিয়া (৪২), রেহানা খাতুন (৭০), কাহালু উপজেলার আব্দুল্লাহ (২৮) এবং বাকি একজনের পূর্ন পরিচয় জানা যায়নি। এদের মধ্যে জাকারিয়া টিএমএসএস হাসপাতালে, রেহানা মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকি ২ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৫০৪ নমুনার ফলাফলে নতুন করে ১২৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন। নতুন আক্রান্ত ১২৭ জনের মধ্যে সদরের ৭৯ জন, আদমদীঘি ১২ জন, নন্দীগ্রামে ৮ জন, গাবতলীতে ৮ জন, শাজাহানপুরে ৮ জন, শিবগঞ্জে ৬ জন, ধুনটে ৪ জন, কাহালু ও দুপচাঁচিয়ায় ১ জন করে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৭ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১৯ টি নমুনায় ৬২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৩ নমুনায় ৩৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৯ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩,৫৬০ জন এবং সুস্থতার সংখ্যা ১২,৪৯২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৭৯ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৮৯জন।