করোনা আপডেটপ্রধান খবরসারাদেশ

রাজশাহী মেডিকেলে একদিনে ২৫ জনের মৃত্যুর রেকর্ড

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৬ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। এর আগে সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য জানানো হয় ২৪ জুন। এদিন ১৮ জন মারা যান। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাগঞ্জ ও নাটোরের পাঁচ জন করে, নওগাঁর দুই জন ও চুয়াডাঙ্গার একজন রোগী রয়েছেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ নারী নারী।

মারা যাওয়াদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের তিন জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের দুই জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসে (১ জুন থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪০ জন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। এর মধ্যে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৭, নওগাঁর ১১. পাবনা-কুষ্টিয়া-সিরাগঞ্জ-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ ও মেহেরপুরের একজন করে রোগী রয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। 

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫৯ জন। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫১ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ৩৭ জন, পাবনার ২৪ জন, কুষ্টিয়ার তিন জন, চুয়াডাঙ্গা ও দিনাজপুরের দুই জন করে, মেহেরপুর ও ঢাকার একজন করে রোগী রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ১৮ জন।

এদিকে রাজশাহীতে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। সোমবার রাতে দুই ল্যাবে রাজশাহী জেলার ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৯২ শতাংশ। এর আগের দিন রবিবার ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ। আগে শনিবার ছিল ২৯ দশমিক ০৮ শতাংশ, শুক্রবার ৩৪ দশমিক ৫০, বৃহস্পতিবার ছিল ২৯ দশমিক ৭৫, বুধবার ৩৩ দশমিক ৯৫, মঙ্গলবার ৩৩ দশমিক ০৫ এবং সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button