আইন ও অপরাধপ্রধান খবর
বগুড়া সদরের শাখারিয়ায় নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
২৯ জুন মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের দক্ষিণপাড়ার জঙ্গল পাড়ায় করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেলে ৫ ঘটিকার দিকে স্থানীয় লোকজন নদীর পাড়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসমান দেখে ৯৯৯ এ ফেন করেন। এ সময় আশে পাশের গ্রামের শত মানুষ ভিড় জমালেও কেউ তাকে চিনতে পারেনি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বৎসর হবে।
তার পড়নে চেক লুঙ্গি ও সাদা রং হাফ শার্ট ছিল। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ভাবে আমরা নিহতের পরিচয় এখনও শনাক্ত করতে পারিনি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে আমিসহ আমাদের একাধিক টিম আলামত সংগ্রহে কাজ করছে।