বিজয় টিভি প্রতিনিধির বাড়িতে হামলায় নব্যদীপ্তি পরিবারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজয় টিভি প্রতিনিধির বাড়িতে হামলায় নব্যদীপ্তি পরিবারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নব্যদীপ্তি সংগঠন সদস্যরা। হামলার এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছে সংগঠনটির সকল সদস্যরা।
এর আগে আজ দুপুরে বগুড়ায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
দুপুরে তার নিজ বাসভবন বগুড়া শহরের সেউজগাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ফুপাতো বোন (নাম প্রকাশ্যে অনিচ্ছুক)কে আইনের আশ্রয় নিতে সহযোগিতা করায় সেই ঘটনার আসামী শোভন এবং তার বড় দুইভাই(সুমন,সুজন)সহ তার পরিবারের সদস্যরা মিলে এ অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে তাৎক্ষনিক সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং মিডিয়া মুখপাত্র ফসসাল মাহমুদকে জানানো হলে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং পরে তিনি বগুড়া সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী (নাম্বার ৩৯৯) করা হয়েছে।