কাহালুতে অবৈধ্য বালু উত্তোলন কারীর বিরুদ্ধে ইউএনওর অভিযান

বগুড়ার কাহালু উপজেলার মদনাই এলাকায় (১২ জুলাই) সোমবার দুপুরে অবৈধ ভাবে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাছুদুর রহমান।
এ সময় অভিযানের খবর পেয়ে বালু দস্যুরা বালু তোলার সরন্জামাদি ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাঁর নির্দেশে পাইপগুলো ও নদীতে রাখা নৌকা ভেঙ্গে দেয়া হয় এবং আটক বালু স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশ দেয়া হয়। অবৈধ মাটিকাটা ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালিত হলেও এই কাজের সাথে জড়িত চক্রটি বেশ সক্রিয় এবং মতাধর বলে জানা যায়।
উক্ত স্পষ্টে বালু উত্তোলনকারী বুলু মিয়া ও মোঃ রফিকুল ইসলাম কাউকে পাওয়া যায়নি। এলাকায় বাসিরা এ ধরনের বালু উত্তোলন কারী ও ভূমি দস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ রিদুওয়ানুর রহমান, বীরকেদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, এস আই মাহবুবুর রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।