কাহালু উপজেলা
কাহালুতে গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার কাহালুতে দুইশ’ গ্রাম গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
গত সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাহালুর কালাই ইউপিস্থ চীশতিয়া কালিমিয়া দরবার শরীফ এর ১নং গেইট এলাকা থেকে ২০০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আরিফুল বগুড়ার শিবগঞ্জ থানার নলডুবি সোনারপাড়া গ্রামের মোঃ লাকী খান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।