খেলাধুলা
সেমিফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল ও স্পেন

মিসরকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এদিকে অতিরিক্ত সময়ে গড়ানো রুদ্ধশ্বাস ম্যাচে আইভরি কোস্টকে ৫-২ গোলে হারিয়েছে স্পেন। এছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে জাপান ও মেক্সিকো।
অলিম্পিক ফুটবলে নিশ্চিত হয়ে গিয়েছে শেষ চারের লাইন আপ। স্পেন, ব্রাজিল, জাপান আর মেক্সিকো নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল পর্ব।
অন্যদিকে টাইব্রেকারে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জাপান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন।
এদিকে মিসরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। জয়সূচক গোলটি করেছেন ম্যাথিউস কুনহা।
সেমিফাইনাল নিশ্চিতের আরেক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো। যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬-৩ গোলে জয় নিশ্চিত করেছে মেক্সিকো। সেমিতে তারা লড়বে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে।