কাহালু উপজেলা

কাহালুতে ধানের জমি হতে এক মহিলার লাশ উদ্ধার


সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর যোগীপাড়া এলাকায় ধানের জমি হতে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে কাহালু থানায় খবর দিলে পুলিশ ফাতেমা বেগম (৪২) নামক ওই মহিলার লাশ উদ্ধার করে।

মৃতঃ ফাতেমা বেগম কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।


মৃতের পরিবার জানান, ফাতেমা বেগম তার ননদের বাড়ী দূর্গাপুর যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হন। তিনি দীর্ঘ দিন হতে মৃর্গী ব্যারামে ভূগছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ।


কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button