বগুড়া জেলা

বগুড়া জেলা পুলিশের সামাজিক বনায়ন কর্মসূচী

মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ স্লোগানে বাংলাদেশ পুলিশ ও পুনাকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়াতেও বুধবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে সামাজিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীতে সারা বাংলাদেশে একযোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। উদ্বোধনের পরপরই একযোগে দুপুর ১২:৪০ মিনিটে সারাদেশের ন্যায় বগুড়াতে জেলা পুলিশ ও পুনাক সন্মিলিতভাবে ২০টি ভিন্ন ভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচী পালন করেন। নিজ হাতে পুলিশ লাইন্স মাঠের বিভিন্ন স্থানে বৃক্ষগুলো রোপন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা)।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল) ও হেলেনা আক্তার (সদর), সহকারী পুলিশ সুপার অতনু চক্রবর্তী, ইন্সপেক্টর অর্পণ কুমার দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পুনাক বগুড়া নেতৃবৃন্দ। সামাজিক বনায়ন কর্মসূচী প্রসঙ্গে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কর্ণধার আইজিপি স্যারের নেতৃত্বে সারাদেশের ন্যায় বগুড়াতেও জেলা পুলিশ সুপারের তত্বাবধানে তারা সুষ্ঠুভাবে এই কর্মসূচী পালন করেছেন। শুধু তাই নয় পরিবেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠুভাবে বেড়ে উঠার প্রত্যেয়ে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই তাই তিনি জেলা পুলিশের পক্ষে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ করার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button