দুর্ঘটনানন্দীগ্রাম উপজেলা
বগুড়া নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

বগুড়ার নন্দীগ্রামের কইগাড়ী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত সালমা বেগম উপজেলার কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬ টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কইগাড়ী এলাকায় নাটোরগামী একটি সাদা মাইক্রোবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে কুন্দার হাট হাইওয়ের পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কুন্দার হাট হাইওয়ের উপ-পরিদর্শক সুলতান মাহাম্মুদ জানান, আমরা ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছি। মাইক্রোবাস বা চালককে আটক করা সম্ভাব হয়নি।