টুরিজম

কাল থেকে খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র

চার মাস পর কাল থেকে খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটকদের আকৃষ্ট করতে রিসোর্ট ও পার্কগুলোতে দেয়া হচ্ছে নানা ধরনের অফার।

কক্সবাজারে বেশিরভাগ হোটেলে অর্ধেক ধারণ ক্ষমতার রুম বুকিং হয়ে গেছে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির হোটেল-মোটেলগুলোতেও ধোয়া-মোছার কাজ শেষ। ব্যবসায়ীরা বলছেন, এতো দিনের ক্ষতি পুষিয়ে নিতে লেগে যাবে দীর্ঘ সময়।

আরও পড়ুন: সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা ১ সেপ্টেম্বর

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত এপ্রিল থেকে বন্ধ ছিলো সবগুলো পর্যটনকেন্দ্র। তবে খুলে দিলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে সরকার। 

এদিকে পর্যটনকেন্দ্র খোলার প্রস্তুতি চলছে রাঙামাটিতে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে নজরদারি ও প্রয়োজনে জরিমানার কথা বলছে প্রশাসন। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকমাসের ক্ষতি কাটাতে যাবে দীর্ঘ সময়।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button