আন্তর্জাতিক খবর
বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ সাইন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা, পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদসহ নেতৃবৃন্দ এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।