শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলোও দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সচিব সভায় এ নির্দেশ দেন তিনি। 

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং সেটি খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটি শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলোও খুলতে হবে।

তিনি বলেন, এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিশুরা ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। 

স্কুল-বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button