বগুড়া

৩৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১২

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব ১২। এ সময় টি পিকআপ (রংপুর-ন-১১-১৫৮৫), ০২টি মোবাইল, ০৩ টি সীমকার্ড, নগদ টাকা এবং পিকআপে থাকা ৩৩ বস্তা আলুসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার মোঃ হোসেনের এর ছেলে মোঃ হযরত আলী (৪০) এবং আফজাল হোসেনের ছেলে মোঃ আব্দুল মোতালেব ওরফে সাদ্দাম (২৩)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। অদ্য ২৬ আগষ্ট তারিখ সকাল ৪টা ১৫ মিনিটে র‌্যাবের চেকপোস্টে মাদকবাহী পিকআপটি আটক হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াডন লীডার সোহরাব হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button