আইন ও অপরাধ

বগুড়া বকশিবাজারে গাড়ীর ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় একটি বাড়ি সংলগ্ন গ্যারেজে প্রাইভেট কারের ভেতর থেকে ফেরদৌস আলী (৪২) নামের প্রাইভেট গাড়ী চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মন্ডলপাড়ার মোস্তার ছেলে।

অফিসের কেয়ারটেকার বেলাল হোসেন জানান, নিহত ফোরদৌস বৃহস্পতিবার রাতে সাতমাথায় মালিককে নামিয়ে দিতে যায়। তারপর রাতে এসে গাড়ী গ্যারেজে রাখেন। গতকাল শুক্রবার ছুটির দিন এবং মালিক না থাকায় তিনি গ্যারেজ ও অফিসে আসেননি। আজ সন্ধ্যায় হঠাৎ গ্যারেজের তালা খোলা লক্ষ্য করেন এবং দুর্গন্ধ পাওয়ায় সার্টার তুলে লাশ দেখতে পান। পরে মালিকে জানান বিষয়টি পুলিশকে জানানোর জন্য।

নিহতের বোন মাসুদা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাইয়ের সাথে মুঠোফোনে কথা হওয়ার পর আর যোগাযোগ হয়নি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, লাশটি ২ দিন ধরে গাড়ির ভেতরেই ছিল। ভেতর থেকে দুর্গন্ধ আসার পর স্থানীয় জনগণ শনিবার বিকেলে পুলিশকে খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য শজিমেকে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button