আইন ও অপরাধ

বগুড়ায় ৮০ পিচ ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী

বগুড়া সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিচ ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগস্ট রাতে বগুড়া সদর থানার এস আই মিঠুন সরকার, এস আই মুক্তার হোসেন ও এ এস আই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বারপুর মোড়স্থ হাবিব হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ৮০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলেন, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডল পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মেসবাউল হোসেন বাবু (৪৫)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button