বগুড়া নারুলীতে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়া নারুলীতে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ । সোমবার সকাল সাড়ে আটটায় লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
বগুড়া রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের নারুলী রেললাইনের পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায়। এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল আটটার দিকে যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে খবর দেয়। রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হচ্ছে।