সারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়া জেলার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৩ ঘণ্টা পর স্কুলছাত্র শিহাব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা পশ্চিমপাড়ায় বাঙ্গালী নদীর নয়াপাড়া ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিহাব উদ্দিন।

শিহাব সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বড়ইকান্দি গ্রামের মিঠু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে সারিয়াকান্দি উপজেলার বাঁশহাটা পশ্চিমপাড়া গ্রামের রাজমিস্ত্রি আলমগীর হোসেনের সঙ্গে শিহাবের বড় বোন মিতু আকতারের বিয়ে হয়। তিন দিন আগে বোন মিতুর শ্বশুরবাড়িতে বেড়াতে আসে শিহাব।

সারিয়াকান্দি থানার চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পরিদর্শক দূরুল হুদা জানান, মঙ্গলবার দুপুরে গ্রামের অন্য তিন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নামে শিহাব। সাঁতার না জানার কারণে নদীর স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায় সে। পরে অন্য শিশুরা তীরে উঠে বিষয়টি স্থানীয়দের জানালে সবাই খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী থেকে ডুবুরি দল ডাকেন। বুধবার দুপুর একটার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর ২টার দিকে ঘাট এলাকায় মাঝনদী থেকে স্কুলছাত্র শিহাবের লাশ উদ্ধার করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button