বগুড়া লাইভ - আপডেট

শেরপুর বাঙ্গালী নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

বগুড়া জেলার শেরপুর উপজেলায় বাঙ্গালী নদীতে গরুর ঘাস ধুতে গিয়ে স্ট্রোক করে পানিতে ডুবে রহমত আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

নিহত রহমন আলী চরকল্যানী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় কল্যানী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে সোহাগ জানান, বাবা মাঠ থেকে দুপুরে গরুর ঘাস তুলে এনে বাড়ীর পাশে বাঙ্গালী নদীর কল্যানী খেয়াঘাটে ধুতে যায়। সেখানে অসুস্থ হয়ে পানিতে পড়ে মারা যায়।

লোকজন পানিতে লাশ ভাসতে দেখে। পরে নিহত রহমত আলীর পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে।

শেরপুর থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বর্মন বলেন, নদীতে ঘাস ধুতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে পড়ে মারা যায়। এ বিষয়ে শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button