বগুড়া জেলা

“ট্রেইনি রিক্রুট কনস্টেবল” নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেলা পুলিশের প্রেস ব্রিফিং

নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতি প্রচারে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা পুলিশ। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা। সংবাদ সম্মেলনে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ পুলিশের ম্যাল্টিমিডিয়া ও পাবলিসিটি বিভাগের ১৩ মিনিটের একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার ধাপগুলো দেখানো হয় এবং উপস্থিত সাংবাদিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে কন্সটেবল নিয়োগ এর সার্বিক প্রক্রিয়ার পাশাপাশি জেলা পুলিশের কন্ট্রোলরুম নাম্বার,ওয়েবসাইট ও ফেসবুক পেজ এর অ্যাড্রেস সংযুক্ত ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, চাকুরী নয়, সেবা এবারের মূ্র মন্ত্র কনস্টেবল পদে নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। সাতটি ধাপ অতিক্রম করেই একজন প্রার্থীকে চূড়ান্ত করা হবে। ধাপগুলো হবে- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

তিনি আরও বলেন, ১৪০ টাকার বাহিরে চাকরির জন্য কাউকে এক টাকাও দিতে হবে না। কোন দালাল অথবা প্রতারকচক্র যাতে প্রতারণা করতে না পারে, সেজন্য কঠোরভাবে তা মনিটরিং করা হবে। পাশাপাশি জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার দল মাঠে কাজ শুরু করেছে।


প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রজেক্টরের মাধ্যমে ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মসজিদগুলোতে শুক্রবার জুম্মার নামাজে পুলিশ কর্মকর্তারা স্থানীয়ভাবে প্রচারণা চালাবেন। কোন প্রার্থী যদি প্রতারণা কিংবা অসদুপায় অবলম্বনকরেন তাইলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া জেলায় ৬০ জন পুরুষ ও ১১ জন নারীসহ সর্বমোট ৭১ জন কনস্টেবল নিয়োগ করা হবে। শুধুমাত্র সৎ, সাহসী, শারীরিক ও মানসিকভাবে যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়োগ বাতিল করা হবে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ,(সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, (সদর হেডকোয়াটার) হেলেনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button