ধর্মবগুড়া জেলা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বগুড়া সাতমাথা টেম্পল রোডস্থ সনাতন ধর্ম মন্দিরে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ।

সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাবছর মানুষের মাঝে একটি অপেক্ষা থাকে। এবারও করোনা দুর্যোগের মাঝে স্বাস্থ্যবিধি মেনে আমাদের পূজা উৎসবে যোগ দিতে হবে। পূজার নামে মাদক গ্রহণ থেকে বিরত থাকতে সবাইকে সজাগ এবং সচেতন করতে নেতৃবৃন্দ কাজ করে যাবে

সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার।

তিনি কমিটির প্রায় অর্ধশতাধিক সদস্যদের মাঝে দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রদানকৃত সকল নির্দেশনাসমূহ তুলে ধরেন এবং করোনার মাঝেও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে আগে থেকেই এলাকাভিত্তিকভাবে সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় সম্মিলিতভাবে।

সভায় পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সহ-সভাপতি অতুল কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মিথন রায়, কোষাধ্যক্ষ জীবন দাস, দপ্তর সম্পাদক অরুপ রতন শীল এবং সমাজকল্যাণ সম্পাদক বিদ্যুৎ কুমার পাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button