শিক্ষা

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া আরও তিন সপ্তাহ পর প্রাক-প্রাথমিকের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এসময় শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হওয়ার কিছু খবর পাওয়া যাচ্ছে। তবে এসব তথ্যের সব সঠিক নয় বলেও মন্তব্য করেন জানান শিক্ষামন্ত্রী।

সার্বিক পরিস্থিতি সরকারের পর্যবেক্ষণে রয়েছে। তাই প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করে দেয়া হবে। তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী।

এই বিভাগের অন্য খবর

Back to top button