বগুড়া জেলা

রাজশাহী রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বগুড়া

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ৩টায় বগুড়া জেলার পুলিশ লাইন্স মাঠে খেলাটি শুরু হয়।

ফাইনাল খেলায় বগুড়া জেলা পুলিশ দল পাবনা জেলা পুলিশ দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন।
এরআগে ২২ আগষ্ট শুরু হওয়া রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জ পুলিশের ৮টি জেলার ৮ টি দল অংশগ্রহণ করে৷
খেলা শেষে বিকেল ৫টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ সদস্যরা একটি সুশৃঙ্খল বাহিনীর অংশ। শৃঙ্খলাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আজ যারা মাঠে দক্ষতার সাথে খেলেছে তারাই আবার দেশ রক্ষার্থে দিনরাত কাজ করে।
খেলাধুলা শুধু মাত্র খেলাধুলা জয় পরাজয় শেষে আমাদের পরিচয় একটি আমরা পুলিশ।
আমরা কর্মক্ষেত্রে সবায় একে অপরের সহযোগী।

ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বগুড়া জেলা দলের অধিনায়ক কন্সটেবল জুয়েল। আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বগুড়া দলের কন্সটেবল মোহন।

এছাড়াও প্রধান অতিথি ডিআইজি আব্দুল বাতেন চ্যাম্পিয়ন দলের অধিনাক বগুড়া জেলা পুলিশের কন্সটেবল জুয়েল ও রানার্সআপ দলের অধিনায়ক পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ রানার হাতে পুরষ্কার তুলে দেন।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে পাবনা জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, এপিবিএন এর পুলিশ সুপার জয়নুল আবেদীন, পিবিআই পুলিশ সুপার আকরামুল হোসেন, সিআইডি পুলিশ সুপার কাওছার সিকদার, ইনসার্ভিসের পুলিশ সুপার বেলাল হোসেন ও জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button