জাতীয়

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘নৌকাবাইচ’

আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে ওইদিন বুড়িগঙ্গায় নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ আয়োজন করেছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় কেরানীগঞ্জের বরিশুর লঞ্চঘাটে নৌকাবাইচ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button