আন্তর্জাতিক খবর

কোরিয়ায় টিকা নেয়ার পরেও ৪ হাজার করোনায় আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ৪০০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনার ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে দেশটির সরকার গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সব অভিবাসী ও কোরিয়ান নাগরিকদের পুনরায় বাধ্যতামূলক ফ্রি করোনা টেস্ট করার নির্দেশ প্রদান করে। এতে বলা হয়, করোনা ভ্যাকসিন গ্রহণ করলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হবে।

 সম্প্রতি কোরিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও গণহারে কোভিড টেস্ট করার পর ৪০০০ জনের কোভিড সংক্রমণ হয়েছে। দক্ষিণ কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, গত আগস্ট পর্যন্ত মোট জনসংখ্যার ৯.৭৫ মিলিয়ন লোক করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে এবং তাদের মধ্যে থেকে ৩৮৫৫ জন পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার যুগান্তকারী ঘটনা ঘটেছে।

এদিকে কেডিসিএ বলেছে, কোরিয়াতে  টিকা যত বেশি মানুষ গ্রহণ করবে, টিকা নেওয়ার পরেও আক্রান্তদের ঘটনা তত বেশি বাড়তে পারে। তবে টিকা গ্রহণকারীর তুলনায় এ আক্রান্তের হার অত্যন্ত কম। তারা আরও বলেন, টিকা গ্রহণ করলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে এবং মোট টিকা প্রাপ্তদের থেকে ০.০৪ শতাংশ আক্রান্ত হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button