প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ার কানছগাড়ীতে এক যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় শহরের কানছগাড়ীতে খাইরুল ইসলাম সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মঙ্গলবার রাত ১০ টা ১৫ মিনিটে ইবনে সিনার সামনে বি.এইচ ফার্মেসীর ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত সুমন পেশায় একজন ড্রাইভার তিনি রংপুর সদর উপজেলা মিস্ত্রি পাড়ার আব্দুল খালেক এর ছেলে। বগুগায় সাবগ্রাম এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
জানা যায়, দুর্বৃত্তরা অতর্কিত ছুরিকাঘাত করতে করতে এক পর্যায়ে নিহত সুমন ঔষধ ফার্মেসী ভিতরে ঢুকলে সেখানে এক পর্যায়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে শজিমেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঘটনার পরপরই পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে। অপরদিকে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লাশটি শজিমেক মর্গে রাখা হয়েছে।