বগুড়ায় স্বর্ণের বার তৈরী চক্রের মূলহোতাসহ ২ প্রতারক আটক

বগুড়া শাজাহানপুর উপজেলা থেকে নকল স্বর্ণের বার তৈরী চক্রের মূলহোতা মোঃ জয়নাল মন্ডলসহ দুই প্রতারককে আটক করেছে র্যাব-১২। আটককৃত অপরব্যাক্তির নাম মোঃ শুভ সরকার। আটককৃত দুজন একই উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ০৫ টি নকল স্বর্ণের বার, ০২ টি নকল স্বর্ণের কানবালা, ০১ টি বাইশ ক্যারেট সীল, ০১ টি ক্যামিকাল বার, ০১ টি বার কাটার হ্যাকসো, ০৬ টি শ্রী জুয়েলার্স এর প্যাড, ০১ টি মোবাইল এবং ০১ টি সীমসহ আটক করা হয়।
দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোঃ সোহরাব হোসেন।
র্যাব জানায়, প্রতারক চক্রটি নকল স্বর্ণের বার দ্বারা বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষদের প্রতারিত করে আসছিল। কখনো কখনো রিক্সাচালক সেজে নিরীহ যাত্রীদের সাথে প্রতারণা করে যাত্রীদেরকে নকল স্বর্ণের বার/কানের দুল একটি চিরকুটে পেচানো অবস্থায় দিয়ে বলে যে, তারা এটা কুড়িয়ে পেয়েছে। পরবর্তীতে প্রতারক চক্রটি কলাকৌশলে যাত্রীদেরকে এটা আসল স্বর্ণ বলে বিশ্বাস করিয়ে অল্প টাকার বিনিময়ে তা বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রাতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানীস্থ মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্প এর সামনে পাকা রাস্তার সামনে অভিযান চালিয়ে ২ প্রতারক চক্রের সদস্যকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।