ধর্মবগুড়া জেলা

বগুড়ায় মহাসপ্তমীতে পূজা ও অঞ্জলি দান চলছে

মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দিচ্ছে। করোনা মহামারির কারণে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা সীমিত আকারে করা হলেও এবার তা শিথিল করা হয়েছে।

বগুড়া শহরের চেলোপাড়া দূর্জয় ক্লাবের শারদীয় পূজা মন্ডপে অঞ্জলি দান অনুষ্টানে অংশগ্রহণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা।

বগুড়ার সদরের ১১৯ টি পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা। হিন্দু ধর্মাবলম্বীরা দল বেঁধে পূজা দেখতে যাচ্ছে। বিকাল হলেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণ গণনা।

এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায় চড়ে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button