আইন ও অপরাধদুর্ঘটনা

বগুড়ায় ঝুলন্ত অবস্থায় এক রাজমিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়ায় শহীদ হোসেন (২৬) নামের এক রাজমিস্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অর্ধগলিত লাশ করেছে পুলিশ।

জনৈক আবু সাঈদের বাসায় ভাড়াটিয়া ছিল শহীদ। সে গাবতলী উপজেলার সোনারায় মন্ডলপাড়ার আব্দুল জলিলের ছেলে।

শাখারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, বাড়ীর মালিক আবু সাইদ প্রায় ৪ দিন পর তার ভাড়া দেওয়া বাড়ীতে যায় এবং পঁচা গন্ধ পেয়ে তাকে মুঠোফোনে জানান। আব্দুল মান্নান ঘটনাস্থলে পৌছে গ্রাম পুলিশকে সাথে নিয়ে শহীদের শয়নকক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে জানান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শহীদের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। শহীদ তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো। তার স্ত্রী এক সপ্তাহ আগে বাবার বাড়িতে গেছে।

বগুড়া শিবগঞ্জ সার্কেল ও সদর সার্কেলের (দায়িত্বপ্রাপ্ত) সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভীর হাসান জানান, আমাদের ধারণা লাশটি চার থেকে পাঁচদিন আগের। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button