সারিয়াকান্দি উপজেলা

বগুড়া সারিয়াকান্দির যমুনায় ডুবে প্রাণ গেল এক মেডিকেল ছাত্রের

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় গোসল করতে নেমে বগুড়া জিলা স্কুলের এস.এস.সি ১৭ ব্যাচের এবং বর্তমান দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।

ফাহিন বগুড়ার গাবতলীত উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র।

জানা গেছে, শুক্রবারে ফাহিম ও তার খালাতো ভাই মোহাইমিন সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিম ও মোহাইমিন দিঘলকান্দি হার্ডপয়েন্টের (প্রেম যমুনা ঘাট) যমুনা নদীতে গোসল করতে যান। সেখানে ফাহিম গোসল করতে নামেন তার খালাতো ভাই উপরে দাঁড়িয়ে থাকেন। গোসলের এক পর্যায়ে ফাহিম পানিতে ডুবে যান। পরে এলাকাবাসী সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, কারও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button