দুর্ঘটনা

বগুড়া শেখেরকোলায় নদীতে ডুবে কৃষকের মৃত্যু

বগুড়ায় সদরে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে মোকছেদ আলম(৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তেলিহারা বালুপাড়া শেখেরকোলা এলাকায় নিখোঁজ হন তিনি। পরে রাত ৮ টার দিকে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। পেশায় কৃষক মোকছেদ আলম ওই এলাকার মৃত শহীদ আলমের ছেলে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মোকছেদ করতোয়া নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। পরে নিখোঁজের ১১ ঘন্টা পর তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button