বগুড়া সদর উপজেলা

ইউএনএফপিএ সংস্থার বগুড়ার এক নারী কর্মকর্তা ও তার পরিবারকে হুমকি

জাতিসংঘ জন তহবিল (ইউএনএফপিএ) সংস্থার বগুড়া জেলার এক নারী কর্মকর্তা ও তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) দুপুরে দুইজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার শহরের সেউজগাড়ী এলাকায় তার নিজ বাড়ির সামনে অজ্ঞাত দুইজন দুর্বৃত্ত এমন হুমকি দেন।
হুমকি পাওয়া ওই নারী কর্মকর্তার নাম মাসুদা ইসলাম (৩১)। তিনি ইউএনএফপিএ বগুড়া জেলা প্রতিনিধি।

জিডি সূত্রে জানা যায়, জাতিসংঘ জন তহবিল কর্মকর্তা মাসুদা শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। ওই সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেল করে হেলমেট পরা অবস্থায় তার পথরোধ করেন।
এরপর তারা মাসুদা ইসলাম ও পরিবারের অন্য সদস্যদের বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেন।

এ ছাড়া আরও ভয়ভীতি দেখিয়ে মূহুর্তে ওই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সটকে পরেন৷
জিডিতে মাসুদা ইসলাম আরও অভিযোগ করেন, তার স্বামী দিদারুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন তিনি। এ মামলা চলমান আছে। সেই মামলাটি প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য দিদারুল মাসুদাকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছেন। এজন্য এ নারী কর্মকর্তার সন্দেহ তার স্বামী কাজটি করিয়েছেন।

মাসুদা ইসলাম জানান, হুমকির পর থেকে আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে নানারকম শংকায় আছি। অজ্ঞাত ওই দুই ব্যক্তি হেলমেট পরা অবস্থায় থাকায় তাদের চিনতে পারিনি৷

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, আমরা জাতিসংঘের নারী কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। দ্রুত অজ্ঞাতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button