আন্তর্জাতিক খবর

পাকিস্তানে আলিঙ্গন দৃশ্য সম্প্রচার নিষিদ্ধ

আলিঙ্গন দৃশ্য পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী। তাই টেলিভিশনে এসব দেখানো যাবে না। টিভি চ্যানেলগুলোকে এমন নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। কর্তৃপক্ষের বক্তব্য, টিভি সিরিয়ালে এই ধরনের দৃশ্য সম্প্রচার নিয়ে তাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছে। তাই এই সিদ্ধান্ত।

মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিবাহিত দম্পতির আলিঙ্গন দৃশ্যও ইসলামি শিক্ষার অসম্মান। তাই তা দেখানো যাবে না টিভি শো-তে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘কাউকে আলিঙ্গন করা, কাউকে জড়িয়ে ধরে সমবেদনা জানানো, পরকীয়া, অশ্লীল দৃশ্য, সাহসী পোশাক, শয্যা দৃশ্য, বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা; এসব দেখানো ইসলামিক শিক্ষা এবং পাকিস্তানি সংস্কৃতির প্রতি অসম্মান।’

বিনোদন জগতের ওপর এমন নিষেধাজ্ঞায় খুশি নন অনেকেই। মানবাধিকার কর্মী রিমা ওমর ব্যাঙ্গাত্মক সুরে টুইট করেছেন, ‘বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা তো পাকিস্তানি সমাজের সঠিক চিত্র নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে নিয়ন্ত্রণের, অত্যাচারের, হিংসার। ওগুলো তো ভিন গ্রহের মূল্যবোধ। আমাদের প্রতিরোধ করা উচিত।’ সূত্র: আনন্দবাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button