মঞ্চে উঠে ইরানের গভর্নরকে “চড়’ মাড়লেন এক দর্শক
অনুষ্ঠানে গভর্নরকে কষে চড়। এতে সবাই হতবাক হয়ে গেলেন। ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামের সঙ্গে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মঞ্চে। এই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন জেইনোল আবেদিন খোররাম। এই উপলক্ষে শনিবার তাবরিজ শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। হঠাৎ দর্শকের সারি থেকে মঞ্চে গালে কষে চড় মারেন।
ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি খোররামের কাছে গিয়েই গালে থাপ্পড় বসান। একপর্যায়ে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে আটক করেন। এমন অপ্রতাশিত ঘটনায় অনুষ্ঠান বাতিল করা হয়। আটককৃত ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানা গেছে। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারী পুলিশকে বলেছেন, করোনার টিকা দেওয়ার একটি কেন্দ্রে নারীর পরিবর্তে তার স্ত্রীকে টিকা দেন এক পুরুষ। এই বিষয়ে মর্মাহত হয়ে তিনি গভর্নরকে চড় মেরেছেন।